মোঃ উজ্জ্বল
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলাম বিকৃত অপশক্তি আদর্শিকভাবে পরাজিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিরোধী বহুমাত্রিক চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে ধারাবাহিকতায় মুফতি আলাউদ্দীন জিহাদীর মত একজন আলেমেদ্বীনকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে হয়রানী করছে। এ ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে এ অপশক্তির জঙ্গিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। যুগে যুগে সত্য-মিথ্যার চিরন্তন দন্ধ-সংঘাত বিরাজমান থাকলেও সর্বদা সত্যের জয়ই হয়েছে। সত্যের অনুসারীরা সকল অপশক্তির সর্বপ্রকার চক্রান্ত-ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। কারও রক্তচক্ষু সুন্নীয়তের আন্দোলনকে দমাতে পারে নি এবং ভবিষ্যতেও পারবে না বলে তিনি মন্তব্য করেন।
সংবর্ধনার জবাবে আলামা মুফতি আলাউদ্দীন জিহাদী তাঁর মুক্তি আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা সহ অপরাপর সকল সুন্নী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আহলে সুন্নাত ওয়াল জামাআত হচ্ছে সুফিবাদি ভাবধারার উপর প্রতিষ্ঠিত একটি আদর্শবাদী সংগঠন। যেথায় সর্বপ্রকার উগ্রতা-সহিংসতা একেবারেই পরিত্যাজ্য। জাতীয় জীবনে স্খলনমুক্ত ও নৈতিকতাসমৃদ্ধ একটি আদর্শিক প্রজন্ম গঠনে নিরবচ্ছিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে এ সংগঠন। এ সংগঠন বিরোধী যে কোন ধরনের ঘৃন্য ষড়যন্ত্র সুফিবাদী জনগন রক্তমূল্যে রুখে দেবে। তিনি সর্বপ্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সকল সুন্নী সংগঠনকে সম্মিলিত প্রয়াসে ইসলাম বিদ্বেষী ও বিকৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরোত্বারোপ করেন।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ০৫ অক্টোবর- ২০২০ইং, সোমবার বিকেল ০৩ টায় আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় নেতা দেশ বরেণ্য আলেমেদ্বীন আলামা মুফতি আলাউদ্দীন জিহাদীর কারামুক্তি উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে তাঁর সম্মানে প্রদত্ত এক সম্বর্ধনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি শায়খুল হাদিস অধ্যক্ষ আলামা রফিক উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আলামা কাজী আনোয়ারুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব আলামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, বিশিষ্ট লেখক মাওলানা মুহাম্মদ শহিদুলাহ বাহাদুর, আলামা আব্দুর রাজ্জাক ওসমানী, মাওলানা গাজী তামিম বিলাহ আলকাদেরী, আলামা মাসুদুর রহমান হামেদী, আলামা বাকিবিলাহ মোজাদ্দেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শায়খুল হাদিস আলামা এরফানুল হক, শায়খুল হাদিস আলামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা নাসির উদ্দীন আনোয়ারী, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা মুফতি জানে আলম নেজামী, মাওলানা হারুনুর রশীদ নূরী, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দিন নক্সবন্দি, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, কাজী আহসানুল আলম, মুহাম্মদ মনির উদ্দীন প্রমুখ।
+ There are no comments
Add yours