করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।
উপাচার্য গণমাধ্যমকে বলেন, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য গত ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার বললেন আমি কোভিড পজিটিভ।
হেলথ প্রোটকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনাভাইরাসের দুই ডোজসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুস্টার ডোজ নিয়েছিলেন।
+ There are no comments
Add yours