যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

Estimated read time 0 min read
Ad1

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পরদিন বালমোরাল ক্যাসেলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে বৈঠকের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস।

মঙ্গলবার রানি এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাসকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন।

ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা আর জ্বালানি সংকটের মাঝে লাখ লাখ মানুষ ও ব্যবসার ভবিষ্যৎ যখন হুমকির মুখে তখন ব্রিটেনের রানি এলিজাবেথ লিজ ট্রাসকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেন।

গত ছয় বছরের মধ্যে কনজারভেটিভ পার্টির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। সরকার গঠনের জন্য ৯৬ বছর বয়সী ব্রিটিশ রানির অনুমতির প্রয়োজন হওয়ায় মঙ্গলবার রাজপরিবারের স্কটিশ বাড়ি বালমোরাল ক্যাসেলে উড়ে যান তিনি। সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ট্রেজারির প্রথম লর্ড হিসাবে নিয়োগের সময় রানির হাতে চুম্বন করেন লিজ ট্রাস।

তিন বছরের টালমাটাল ক্ষমতার পর পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছেন লিজ ট্রাস।

এর আগে, মঙ্গলবার সকালের দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বালমোরাল ক্যাসেলে গিয়ে রানির কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গ্রহণের কিছুক্ষণ পর কনজারভেটিভ পার্টির নতুন নির্বাচিত নেতা লিজ ট্রাস বালমোরাল ক্যাসেলে হাজির হন। পরে রানি তাকে নতুন সরকার গঠনের জন্য অনুরোধ জানান।

রানি এলিজাবেথের ৭০ বছরের দীর্ঘ রাজত্বের এই সময়ে ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ৪৭ বছর বয়সী লিজ ট্রাস দায়িত্ব নিলেন। অর্থাৎ রানির সিংহাসনে থাকাকালীন ১৫ জন প্রধানমন্ত্রী পেয়েছে ব্রিটেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours