একরাতে কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

Estimated read time 1 min read
Ad1

পঞ্চগড়ের বিভিন্ন কবরস্থান থেকে প্রায়ই কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলার আটোয়ারী-বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি গোরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি হয়েছে।

এ ঘটনায় ওই গোরস্থানে চোরদের ফেলে যাওয়া পরণের কাপড় উদ্ধার করেছে পুলিশ।কঙ্কাল চুরির পর কবরস্থান লাগোয়া জলাশয়ে গোসল করে পুরোনো কাপড় ফেলে রেখে পরিষ্কার কাপড় পরে কঙ্কালগুলো নিয়ে চলে গেছে চোরেরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বোদা পৌরসভার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ দিকে চলতি বছরের জানুয়ারিতে জেলার বোদা উপজেলার পরপর দুই কবরস্থানে ২৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে বোদা উপজেলার চন্দনবাড়ীর ইউপির সরকারপাড়া গ্রামের একটি পুরাতন কবরস্থান থেকে ১২টি ও একই উপজেলার সাকোয়া ইউনিয়নের কইকিল্লা কবরস্থান থেকে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মসফিকুল আলম হালিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সেখানকার স্থানীয়দের জিডি করাসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours