জোরে শব্দ করে মোটরসাইকেল চালানোর অপরাধে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের বারান্দায় আব্দুল্লাহ আল-মামুন বাবু (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন লিটনের বিরুদ্ধে।
জনসম্মুখে ছাত্রলীগ কর্মীকে পেটানোর চার সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের বারান্দায় জনসম্মুখে ছাত্রলীগ কর্মী বাবুকে পেটানোর পর পরিষদের ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে স্লাই রেঞ্জ দিয়ে মারপিট করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ সময় বাবুর মা মেহেরুন্নেছা পরিষদে গেলে তাকেও গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল-মামুন বাবু হরিদাসকাঠি ইউনিয়নের কাটাখালি গ্রামের আমজাদ মোল্লার ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওয়াজেদ আলী ও রমেশ বিশ্বাস ছাত্রলীগ কর্মী বাবুকে পরিষদে ধরে নিয়ে আসেন। এরপর ইউপি চেয়ারম্যন আলমগীর কবীর লিটন পরিষদের বারান্দায় জনসম্মুখে বাঁশের লাঠি দিয়ে বাবুকে বেধড়ক পিটিয়ে জখম করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
+ There are no comments
Add yours