পটিয়ায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্বার

Estimated read time 0 min read
Ad1

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণের দোকানের মালিক কে জবাই করে পালিয়ে যাই দুর্বৃত্তরা। নিহত বিমান ধর(৪২) নামের এই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা স্কুলের উত্তর পাশে পরিত্যক্ত একটি ডোবার পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।

সে জায়গা থেকে নিহত একটি মোটর সাইকেল ও জবাইয়ের ব্যবহৃত একটি দাড়ালো দা উদ্বার করেছে পুলিশ। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈরলা ১নং ওয়ার্ডস্থ বাইন্যা পাড়া গ্রামের দুলাল ধরের বড় ছেলে।

চট্টগ্রাম শহরে রাহাত্তারপুল এলাকা ও হাজারী গলদি এলাকায় তারা দুই ভাই মিলে স্বর্ণের দোকান করত। এদিকে নিহতের পরিবার জানায়, বিমান ধর রাত ১০টার দিকে তাদের মোবাইলে কল দিয়ে জানায় সে বাড়ি আসতেছে। এরপর তার সাথে আর কারোর যোগাযোগ হয়নি। রাত সাড়ে ১১টায় তারা শুনতে পাই এক যুবকের লাশ রাস্তার পাশে পড়ে আছে।

স্থানীয়রা তাকে ছিনতে পেরে তাদের কে জানালে তারা ঘটনাস্থল এসে লাশ শনাক্ত করে। তারা আরো জানায়, বিমান ধর প্রতিদিন সকালে তার স্কুটি বাইক দিয়ে শহরে যেত এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফিরে আসত। বিমান ও তার ছোট ভাই দুইটি স্বর্ণের দোকান চালাতো শহরে। তাদের ব্যাগে লাখ দুই লাখ টাকা থাকত।

এ বিষয়ে পটিয়া থানার এসআই মফজ্জল বলেন, স্থানীরা রাস্তার পাশে একটি স্কুটি ও চালককে পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বিমানের গলাই চুরির দাগ আছে। তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বিমানের লাশ সুরতহাল করার জন্য (চমেকে) প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours