চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার ঝরনাপাড়া এলাকার মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে দুই নবজাতকের মৃত্যু হয়েছে।
মৃত্যুর পেছনে পরিবার ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই নবজাতকের বাবার নাম মো. মনির হোসেন। পেশায় তিনি টেম্পুচালক।
জানা যায়, দুপুর ২টার সময় লাভলীকে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে ভর্তি করা হয়। আধা ঘণ্টা পর যমজ সন্তানের জন্ম দেয় স্ত্রী। তবে নির্ধারিত সময়ের আগেই বাচ্চাগুলো জন্ম লাভ করে।
কিছুক্ষণ পর নবজাতকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ক্লিনিকের চিকিৎসক। তখন ক্লিনিক থেকে আমাকে ১০ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়।
নবজাতকের বাবা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন, ‘বাচ্চা তো নরমাল ডেলিভারিতে হয়েছে। আপাতত পাঁচ হাজার রাখুন, বাকি টাকা পরে দেব।’ কিন্তু তাতে হাসপাতালা কর্তৃপক্ষ সাড়া দেয়নি। দুই ঘণ্টা পরে সেই পিতা টাকা জোগাড় করে ক্লিনিকে গিয়ে দেখেন বাচ্চা দুটি মারা গেছে। এ ক্লিনিকে অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। পরে মৃত দুই নবজাতক বাবা-মা”কে বুঝিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।
ক্লিনিকের চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান মৃত নবজাতকের বাবা।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে কথা বলছি। হাসপাতালের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
+ There are no comments
Add yours