বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ননেছা মুজিবের স্মরণে গত ৩১ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় আগুন ঝড়ানো বক্তব্য দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বক্তব্যে চমৎকার কাব্যিক শব্দের ব্যবহার ও তথ্য সমৃদ্ধ কথাগুলো মুহুর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
পরবর্তীতে জানা যায়, আলোচিত ও ভাইরাল ওই বক্তব্যটি আদৌও সাদ্দাম হোসেনের নিজের লেখা নয়। বক্তব্যের কথাগুলো অঞ্জন রায়ের ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : রক্তক্ষরণ থামেনি বাঙালির হৃদয়ে’ শীর্ষক এক কলাম থেকে নেওয়া। বক্তব্যটি ২০১৬ সালে ১৫ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি কলামের অংশ।
এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। নেতিবাচক সমালোচনার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের মতামত, ‘ব্যক্তি বিশেষে মানুষের গুণাগুণ ভিন্ন হতে পারে। কোন লেখা নকল করে বক্তব্য দেওয়া নেতিবাচক কিছু না। আনন্দবাজার বক্তব্যের কথা প্রকাশ করেছে এবং সাদ্দাম হোসেন সেই বক্তব্যে প্রাণ সঞ্চার করেছেন। যে আত্মবিশ্বাস ও শুভ চেতনা নিয়ে সাদ্দাম হোসেন বক্তব্য পেশ করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ সাদী সাইমন খবর বাংলাকে বলেন, ‘সাদ্দাম ভাই একজন অনন্য উচ্চতার মানুষ, মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল দূরে হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করার পরেও সাদ্দাম ভাইয়ের সঙ্গ পাওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া! অলৌকিক ব্যক্তিত্বের অধিকারীরা এভাবেই নিজের অজান্তেই আমার মতো অনেককেই অনুপ্রাণিত করে যাচ্ছেন, ইনারা যাতে হারিয়ে না যান! তার বক্তব্য শুনেই পদে পদে কথার ছন্দ শিখেছি, কথা বলা মাধুর্যতা পেয়েছে।
সাদ্দাম হোসেনকে নিয়ে সম্প্রতি যেসব সমালোচনা উৎপত্তি লাভ করেছে সে প্রসঙ্গে এই শিক্ষার্থীর মন্তব্যটি আছড় কেটেছে। কথার মাঝে প্রেরণা ছড়িয়ে দেয়া, যুক্তির তালে সমাধানের পথ খুঁজে দেয়া সাদ্দামের সমালোচনার জবাব এভাবেই দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা!
+ There are no comments
Add yours