আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী
চট্টগ্রামের কর্ণফুলি নদীর উপর কালুরঘাটে সড়কসহ রেলসেতু নির্মাণে সৃষ্ট সকল জটিলতা কেটে গেছে, এবং শীঘ্রই সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় কালুরঘাট নতুন সেতুর জায়গা পরিদর্শন করতে এসে এক পথসভায় মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায় দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কালুরঘাট সেতুর নির্মাণ কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে।
তিনি আরো বলেন, নানান জটিলতায় সেতু নির্মাণের কাজ দীর্ঘসূত্রতায় পড়েছিলো। তবে সকলের আন্তরিকতায় সব জটিলতা নিরসন হয়েছে। প্রস্তাবিত সেতুতে ডাবল সড়ক ও দুই লাইন বিশিষ্ট রেল লাইন (ব্রডগেজ) থাকবে।
প্রস্তাবিত সেতু নির্মাণে সৃষ্ট জটিলতা নিরসন ও মানুষের মাঝে সেতু নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে তা দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ সফর করেছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, এ সেতুর উচ্চতা নিয়ে নৌ অধিদপ্তরের যে আপত্তি এসেছে তা অচিরেই অভ্যন্তরীণ বৈঠকেই সমাধান করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব চন্দ্র ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।
+ There are no comments
Add yours