‘জামালপুরে সারের সংকট নেই, পর্যাপ্ত বরাদ্দ রয়েছে’ : জেলা প্রশাসক

Estimated read time 1 min read
Ad1

জামালপুরে সারের কোন সংকট নেই। পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। এছাড়া সারের আরো প্রয়োজন হলে আমি নিজ দায়িত্বে সারের বরাদ্দ এনে দেব। সার নিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কৃষকের ক্ষতি হবে না।

আজ তিতপল্যা ইউনিয়নের কামালখান বাজারে ইউরিয়া সার বিতরণকালে কথাগুলো বলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক জাকিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, তিতপল্যা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আজিজুর রহমান প্রমুখ। এ সময় কৃিষ সম্প্রসারণ উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, সারের বরাদ্দ আছে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, প্রতিটি ইউনিয়নে সুশৃঙ্খলভাবে ডিলারদের মাধ্যমে সার বিতরণ করার জন্য কৃষি উপসহকারী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সকল কৃষকই সার পাবে। এতে বিভ্রান্তির কিছু নেই।

তিতপল্যা ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান বলেন, সার নিয়ে একটি কু-চক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ পড়বেন না। পর্যাপ্ত সার আছে। ২-৩ দিনের মধ্যেই সকল কৃষকের হাতে চাহিদা অনুযায়ী সার পৌঁছে যাবে। এর আগে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান কেন্দুয়া ইউনিয়নের নারিকেলীতে সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, সুশৃঙ্খলভাবে আমরা সার বিতরণ করছি। সারের সংকট নেই। শুধুমাত্র প্রয়োজন কৃষকের ধৈর্য্য। চাহিদা অনুযায়ী কৃষক সার পাবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours