নেত্রকোণায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

Estimated read time 0 min read
Ad1

নেত্রকোণার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক প্রবল দমকা হাওয়ার সময় মাছ ধরতে গিয়ে হাওর এলাকার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ ঘটনা ঘটেছে। এদিকে জেলার পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে, জেলার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশু মারা গেছে।

হাওরের পানিতে ডুবে নিহতরা হলেন, মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৬), আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩২) এবং মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৫)।

দমকা হাওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ ছিল না পুরো নেত্রকোণায়। শনিবার দুপুর পর্যন্ত জেলার কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে প্রবল বাতাস বয়ে যায়। এতে মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলার হাওরের মাছ শিকারীরা বাতাসের কবলে পড়ে। এ সময় তিনজনের মৃত্যু হয়।

অপরদিকে, পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান ও আরমান মারা গেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এ দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

গালিব আয়ান উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সালের ছেলে এবং আরমান উপজেলার খলিশাউড় ইউনিয়নের চকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

অপরদিকে সকাল ১০টার দিকে আরমান খেলতে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours