আধা ঘণ্টায় সাড়ে ৩০০ কোটি টাকার লেনদেন

Estimated read time 1 min read
Ad1

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন। সূচকের পাশাপাশি বাড়ছে লেনদেনও। দিনের প্রথম আধা ঘণ্টায় লেনদেন পার করেছে সাড়ে ৩০০ কোটি টাকা।

আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট।

সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০২টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএস-৩০ ১৮ পয়েন্ট সূচক বেড়েছে। লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ৩০ মিনিটে সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮৪১ টাকা।

সিএসইতে ৩০ মিনিটে ৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির, অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours