আন্তজার্তিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সাইকিউর “কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন” শিরোনামে ১০শে সেপ্টেম্বর ইএমকে সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন- মনিরা রহমান (কান্ট্রি ডিরেক্টর, মেন্টাল হেল্থ ফার্স্ট এইড বাংলাদেশ), আন্দালিব মাহমুব (কাউন্সেলিং সাইকোলজিস্ট, সাইকিউর অর্গানাইজেশন), ব্যারিস্টার কাজী মারুফুল আলম (এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং লিগ্যাল ডিরেক্টর, সাইকিউর ফাউন্ডেশন), ইভা হাসিনা মমতাজ ( প্রতিষ্ঠাতান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন – মুরাদ আনসারী ( প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সাইকিউর অর্গানাইজেশন)।
আলোচনা সভায়, বর্তমান দৃষ্টিকোণ থেকে মানসিক স্বাস্থ্যের অবস্থা, আত্মহত্যা প্রতিরোধে আমাদের করনীয়, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য শিক্ষা, সমাজের অংশগ্রহন, স্বল্পমূল্যে সকালের কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া আমাদের করনীয় এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যে আইন গুলো রয়েছে তার বিভিন্ন সুবিধা এবং অসুবিধা গুলো তুলে ধরা হয়।
আলোচনা সভার সহযোগিতায় ছিল ফোর-এম৷ টিভি ইউএসএ, মম ফর মম এবং ইএমকে সেন্টার।
+ There are no comments
Add yours