স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে নিয়োগের জন্য ৫৭৫টি শূন্য পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। ল্যাব অ্যাটেনডেন্ট ও ওয়ার্ডবয় পদের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজে এই দুই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিজিএইচএস সাপোর্ট স্টাফ (নন-টেকনিক্যাল), মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার/ডেটা অপারেটর, আয়া ও ক্লিনার পদের লিখিত পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি তিতুমীর কলেজ ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এসব পদের পরীক্ষা নেওয়া হবে।
+ There are no comments
Add yours