
ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানার সুবলপাড় ছড়ায় পানিতে ডুবে দু’ শিশুর মৃত্যু হয়েছে। স্বজন এবং পুলিশ সূত্রে জানা যায়,৮ অক্টোবর সকাল১১টার দিকে কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার মাঝি নায় বিশ্বাসের পুত্র নুকুল বিশ্বাস (৬)এবং মাঝি পচারু বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস(৬) বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গােসল করতে যায়।
গোসলের একপর্যায় দু’ জনে গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতত থাকে।
প্রায় আড়াই ঘন্টা পর তাদের দু’জনের মরদেহ পানি থেকে উদ্ধার করে।দুই শিশুর মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে।কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
+ There are no comments
Add yours