ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটিতে ছাত্রী বিষয়ক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম নামে এক ছাত্রী। তবে পদ পাওয়ার একদিন পরই নিজেকে ঢাবির কোনো সংগঠনের কেউ নন বলে দাবি করেন তিনি।
সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাবিতে নিজের ছাত্রত্ব নেই এবং কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কানেতা ইয়া লাম লাম।
যারা ইনবক্সে নানা মাধ্যমে আমাকে খুদে বার্তা পাঠাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রত্ব নেই। আমি আরও আড়াই বছর আগে ঢাবিতে পড়াশুনার পাঠ চুকিয়েছি। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছর দেড়েক শিক্ষকতাও করেছি। ঢাবির কোনো সংগঠনের সঙ্গে আমি বর্তমানে যুক্ত নই।
এ বিষয়ে জানতে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
কানেতা ইয়া লাম লাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি গত ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন।
+ There are no comments
Add yours