ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার মির্জাবাড়ী গ্রামের কালু মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫) ও বাশখালী থানার সাধনপুর গ্রামের আলী আহমদের মেয়ে কুলচুমা আক্তার (১৮)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এসআই আলাউদ্দিন বাদল ডিবি সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুইজনকে তল্যাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা নেয়া হবে।
+ There are no comments
Add yours