খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এর আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ তুলে জাহিদুরকে মারধর করেন হলের শিক্ষার্থীরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) কুয়েটের সিকিউরিটি অফিসার মো. সাদেক হোসেন প্রামাণিক নগরীর খানজাহান আলী থানায় মামলা করেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ ওই মামলায় জাহিদুরকে গ্রেপ্তার দেখিয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি রয়েছেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান (২২) ও অন্য জায়গার একজন শিক্ষর্থী রেজওয়ান স্যামের (২১) বিরুদ্ধে সোমবার বিকেলে কুয়েটের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মামলা করেন। জাহিদুরকে কুয়েট প্রশাসন খুলনা মেডিকেল কলেজে ভর্তি করে। ভর্তি অবস্থায় সোমবার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহারে জানানো হয়, ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিরাপত্তা প্রহরীর মাধ্যমে জানতে পারি জাহিদুর রহমানকে একই হলের শিক্ষার্থীরা সরকারবিরোধী আখ্যা দিয়ে মারধর করে প্রভোস্ট রুমে আটকে রেখেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল ফোন পর্যালোচনা করে জাহিদুর রহমান আরেক শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত চ্যাটের মাধ্যমে সরকারবিরোধী, মানহানিকর, মিথ্যা এবং আক্রমণাত্মক তথ্য আদান-প্রদান করার তথ্য পাওয়া যায়।
+ There are no comments
Add yours