মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডায় স্ত্রীর লাথিতে স্বামীর করুণ মৃত্যু।নিহত স্বামীর নাম মোহাম্মদ আবুল হোসেন (৬০)।সীতাকুণ্ড মডেল থানা পুলিশ স্ত্রী লায়লা বেগমকে (৪২) আটক করেন।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাত বারোটার সময় বৃহস্পতিবার স্বামীর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী স্বামীর স্পর্শকাতর স্থানে লাথি দিলে সে আহত হয়।আহত মোঃ আবুল হোসেন (৬০) কে হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার সময় তার মৃত্যু ঘটে।
সীতাকুণ্ড থানার এসআই আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা পুলিশ আজ দুপুর বারোটায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী লায়লা বেগমকে আটক করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক জানান,এই ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে।
+ There are no comments
Add yours