চট্টগ্রামের পটিয়ায় হত্যা কান্ডের ঘটনায় রাতের আঁধারে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, জিল্লুর রহমান (২৬) ও বাপ্পু ধর (২৮) কে গ্রেপ্তার করে, তাদেরকে আদালতে নেয়া হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় ঘোষ।
পরে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পটিয়া থানায় নিয়ে আসা হয়। এদিকে বৃহস্পতিবার সকালে ত পটিয়ার গৈড়লা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জিল্লুর রহমান জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফরিদ চেয়ারম্যান বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে।
বাপ্পু ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বনিকপাড়া এলাকার সোনা রাম ধরের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় ঘোষ বলেন, সাত দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য গত (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর চট্টগ্রাম শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে তাকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহারা এলাকায় জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়।
+ There are no comments
Add yours