ভারতীয় সিনেমায় চট্টগ্রামের প্রয়াত যুবলীগ নেতা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম শহরের জনপ্রিয় যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন অমিত মুহুরী। নিজ দলের কর্মীসহ অনেক চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িয়ে আছে তার নাম।

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অজিত মুহুরীর ছেলে অমিত মুহুরী। নগরের ওমরগণি এমইএস কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও কলেজের গণ্ডি পেরোতে পারেননি। ছাত্রলীগ-যুবলীগ হয়ে ক্রমেই হয়ে ওঠেন নগরীর জনপ্রিয় নেতা। অমিত যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের অনুসারী ছিলেন।

Hit -The First Case. 2020 South Indian Movie, Time: 1 hour 50 Seconds

নৃশংসভাবে খুনের জন্য পরিচিত হলেও সেই অমিত নিজেই খুন হয়েছেন নির্মমভাবে। তাও কারাগারে বন্দি অবস্থায়। ২০১৯ সালের বুধবার (২৯ মে) দিবাগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন হন চট্টগ্রামের এই শীর্ষসন্ত্রাসী।

কারাগার সূত্রের তথ্য, অপর এক বন্দি রিপন ইট দিয়ে অমিতের মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সন্ত্রাসী হিসেবে পরিচিত হলেও মৃত্যুর ৩ বছর পরেও তার নেতাকর্মীরা এখনও তার জনপ্রিয়তা বহাল রেখেছে। সম্প্রতি অমিত মুহুরীর দেখা মিলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘হিট-দ্যা ফার্স্ট কেইস’ সিনেমায়।

২০২০ সালের ফেব্রুয়ারি ২৮ তারিখে মুক্তি পাওয়া এই সিনেমায় হাইদ্রাবাদের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় দেখা মিলেছে চট্টগ্রামের অমিত মুহুরীর। ইউটিউবে সিনেমাটি মুক্তি পাই চলতি বছরে আগস্ট মাসের ১০ তারিখ।

সিনেমাটি ভারতীয় তেলেগু ভাষায় নির্মিত অ্যাকশন-থ্রিলার ফিল্ম যা নবাগত সাইলেশ কোলানু কর্তৃক পরিচালিত এবং প্রশান্তি টিপিরনেনি দ্বারা প্রযোজিত।

ছবিতে অভিনয় করেছেন বিশ্বক সেন, আমির হোসেন আশিক এবং রুহানি শর্মা। প্লটটি তেলেঙ্গানা রাজ্যের হোমিসাইড ইন্টারভেনশন টিমের (এইচআইটি) একজন পুলিশ অফিসার বিক্রম রুদ্ররাজুকে অনুসরণ করে, যাকে একটি অল্পবয়সী মেয়ের নিখোঁজ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিনদেশি সিনেমায় চট্টগ্রামের একজন শীর্ষ সন্ত্রাসীর উল্লেখ নিয়ে নগরজুড়ে সমালোচনা চলছে। এর অন্যতম কারণ হল অমিত মুহুরীর রহস্যময় মৃত্যু। নানা রহস্যের জন্ম দিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। তার মৃত্যু নিয়ে নগরের সর্বস্তরের নেতাকর্মীর রয়েছে ক্ষোভ, প্রশ্ন ও সমালোচনা। তার মাঝে হাইদ্রাবাদের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অমিত মুহুরীর ছবি নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ মনে করছেন এটি কোন ষড়যন্ত, কেউ এটাকে ইঙ্গিত হিসেবে নিচ্ছেন।

তবে সিনেমায় এমন ঘটনা নতুন নয়। সিনেমা নির্মাতারা আজকাল সিনেমাকে জনপ্রিয় করতে বা গল্পে বাস্তবিক অনুভূতি আনতে এমন কৌশল ব্যবহার করছেন। সিনেমায় বা ওয়েব সিরিজে এমন উল্লেখ দিনদিন বাড়ছে। একই বছর মুক্তি পাওয়া ‘Loki’ সিরিজেও ডিবি কুপারের উল্লেখ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উৎসাহের সৃষ্টি হয়।

অমিত মুহুরী ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন সংগঠক। তার নামে আতঙ্ক থাকলেও অল্প সময়ে আদায় করা জনপ্রিয়তা তার মৃত্যুকে বৃথা যেতে দেয়নি। উক্ত সিনেমায় উল্লেখ তার বাস্তব উদাহরণ।

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours