বাস্তব দুনিয়ায় এই ঘটনা প্রথম বার। বহু বছর আগে থেকেই ‘হোভার বাইক’ তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছিল বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা। কিন্তু পরিকাঠামো, অর্থনৈতিক এবং অন্যান্য কারণে তা সম্ভব হয়নি। জাপানের একটি অটোমোবাইল কোম্পানি তৈরি করল পৃথিবীর প্রথম হোভার বাইক ‘এক্সটুরিসমো’।
বিমান ও হেলিকপ্টারের মতো আকাশে উড়বে মোটরবাইক। টানা ৪০ মিনিট উড়তে পারবে এটি। রাস্তায় যানজটের আটকেপড়ার ভোগান্তি থেকে মুক্তি দেবে প্রযুক্তিসম্পন্ন এই যানটি। আকারে ছোট হওয়ায় যেকোনো জায়গায় ল্যান্ড করতে পারবে এটি।
জাপানের একটি স্টার্টআপ সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বিশ্বের প্রথম এই উড়ন্ত মোটরবাইকটি। ৩০০ কেজি ওজনের এই মোটরবাইক আপাতত একজন যাত্রী পরিবহণে সক্ষম। ২০২৫ সালের মধ্যে আরও নতুন নতুন ফিচারসহ আসবে এর বৈদ্যুতিক সংস্করণও।
প্রাথমিক পর্যায়ে অল্প সংখ্যক মোটরবাইক প্রস্তুত করা হয়েছে। পরে চাহিদা অনুযায়ী তৈরির পরিকল্পনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি টাকা।
+ There are no comments
Add yours