সু্মন পল্লব হাটহাজারী,চট্টগ্রাম
ট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নাজিরহাট আছিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অভিযোগে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে সাংগঠনিক পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. রায়হান মাহমুদ এবং ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এরশাদ হোসেনকে ছাত্রলীগের সাংগঠনিক পদবী থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানা যায়।
হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল মানবজমিনকে বলেন, উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এ দু’জন সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের সংগঠন থেকে তাদেরকে অব্যাহতি দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলায় জড়িত থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
+ There are no comments
Add yours