ছাত্রলীগের কর্মীরা নিয়মিত ক্লাসরুমে উপস্থিত না হলে আগামী কমিটিতে তাদের নাম থাকবে না এবং বর্তমান পদধারী নেতাকর্মীরা যদি ক্লাসরুমে নিয়মিত না হন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহমেদ ইমু।
১৭ সেপ্টেম্বর(শনিবার) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর দারুল ফজলস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মহান শিক্ষা দিবসের শহীদদের রক্ত চির অম্লান, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের শিক্ষানীতির মাধ্যমে পাল্টে গেছে শিক্ষাঙ্গনের পরিবেশ। কিন্তু একশ্রেণীর অর্থলিপ্সো শ্রেণী শিক্ষাকে বাণিজ্যিকরনের অপচেষ্টায় লিপ্ত।’
ইমু বলেন, ‘চট্টগ্রাম শহরে পাড়ায় মহল্লায় ব্যঙ্গ এর ছাতার মত কিন্ডারগার্টেন স্থাপন করে হাজার হাজার টাকার বিনিময়ে মেধা বিক্রির এক অশুভ তৎপরতায় লিপ্ত। তাছাড়া চট্টগ্রাম মহানগরে অসংখ্য মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোর প্রশাসনিক অবকাঠামো থাকা স্বত্বেও সরকারিকরন হতে বঞ্চিত। তাই সরকারের প্রতি অনুরোধ চট্টগ্রাম মহানগরে নতুন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং অবকাঠামো সুযোগ সুবিধা সম্বলিত মাধ্যমিক বিদ্যালয় গুলোকে সরকারিকরনের মাধ্যমে শিক্ষাকে সর্বজনীন অবৈতনিক ধারায় রুপান্তরিত করবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, মহান শিক্ষা দিবসের শহীদদের আত্মার অস্তিত্ব প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। এর পরেও একশ্রেণির চক্রান্তকারীর চট্টগ্রামের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মৌলবাদী শিক্ষক শ্রেণী সুকৌশলে সাধারণ ছাত্রদের মাঝে পাকিস্তানী মৌলবাদী জঙ্গি জাগরণের অপচেষ্টায় নিয়োজিত। মাদ্রাসাধারার কওমী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নিয়ম না মেনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পাঠে অবজ্ঞা জানায়। আগামী দিনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।
ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য খোরশেদ আলম মানিক,শাহরিয়ার হাসান,ওসমান গনি বাপ্পি, উপ- সম্পাদক শফিকুল ইসলাম পারভেজ, শেখ শরফুদ্দিন সৌরভ, সহ সম্পাদক এম এ হাসান আলী, মোরশেদ রহমান, শরফুল আলম জুয়েল, শুভ ঘোষ, হাবিবুর রহমান, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, নুর নবী শাহেদ, ফরহাদ সায়েম, মোহাম্মদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, শহীদুল ইসলাম শহীদ,কর্মাস কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী মিঠু, আশিষ সরকার নয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলাম রহমান চৌধুরী রিজান, জুবায়ের আলম প্রমুখ।
+ There are no comments
Add yours