এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি
উদীয়মান সংগীত শিল্পী জনির মৃত্যু শোক কেটে উঠতে না উঠতেই ঈদগাঁও ইদগড় সড়কের হিমছড়ি ঢালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও গাড়ি চালক গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আকবর হোসেন (৩৬)।
সে ঈদগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুবক্কর ছিদ্দিকীর প্রথম পুত্র। আহত ব্যক্তি একই ইউনিয়নের টুঠারবিল গ্রামের শফি আলমের পুত্র দেলোয়ার হোসেন বলে জানা গেছে।
জানা যায়, ৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঈদগাঁও থেকে ইদগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ছারপোকা ( ৪ চাকার যাত্রীবাহী ছোট যান) সড়কের হিমছড়ি ঢালা পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা অপর একটি ইজি বাইককে সাইড দিয়ে গেলে ছারপোকাটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে থেমে যায়।
এতে ছারপোকার যাত্রী আকবর হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন এবং চালক দেলোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়।
১০ অক্টোবর’২০
+ There are no comments
Add yours