কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত তিন বছর প্রতিটি মুরগির বাচ্চা (একদিনের) উৎপাদনের পেছনে ৩০-৩৫ টাকা খরচ করেতে হয়েছে খামারিদের।
কিন্তু সেই বাচ্চা বিক্রি করেছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। এমনও হয়েছে, বিক্রি করতে না পেরে বাচ্চা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ কারণে এখন ডিম ও মুরগির সংকট দেখা দিয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এবং প্রাণিবিমা সম্প্রসারণে নতুন শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা : আমাদের অবস্থান ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শিগগিরই ডিম এবং মুরগির উৎপাদন বাড়বে। আগামী কিছুদিনের মধ্যেই ডিমের দাম কমে যাবে।
কৃষিমন্ত্রী বলেন, একটি গাভীর দাম ৫ থেকে ১০ লাখ টাকা। এই গাভীর বিমা করা জরুরি, বিমার ওপরে মানুষের বিশ্বাস নেই। বিমা কোম্পানিগুলো মানুষের সঙ্গে চিট করে।
এরপর প্রাণিসম্পদ খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা : আমাদের অবস্থান ও করণীয় শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা শেখ। এতে বক্তব্য রাখেন এলডিডিপি ও ডিএলএস টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রাব্বানী, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফাইনান্সের সিইও ও এমডি কায়সার হামিদ এবং বেসিসের স্ট্যান্ডিং কমিটি-ফিনটেক ও ডিজিটাল পেমেন্টের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর।
+ There are no comments
Add yours