চসিকের প্রথম মহিলা মেয়র আফরোজা কামাল

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রথম মহিলা মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন চসিকের ৩ নং প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর আফরোজা কালাম। আফরোজা কালাম চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার।

তিনি ২০০৭ সালের জার্নালিজম ডেভলপমেন্ট ফাউন্ডেশনের শ্রেষ্ঠ মহিলা কমিশনার হিসেবে পুরস্কৃত হন। রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে নানাবিধ অব্দান রাখেন তিনি। এর আগেও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

চিকিৎসার জন্য রোববার ভারত যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরোজা জহুর (আফরোজা কালাম)।

গতকাল শনিবার বিকেলে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সিটি মেয়র আজ বেলা ১২ টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ভারতে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন। চিকিৎসা শেষে আগামী অক্টোবর মসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২২ জুন ১৮৬৩ খ্রি. তারিখে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি নামে প্রতিষ্ঠিত হয়। ৫টি ওয়ার্ড নিয়ে ৬ বর্গমাইল বিস্তৃত চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্রথম প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মি. জে.ডি ওয়ার্ড।

২৭ জুন ১৯৭৭ খ্রি. তারিখে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি নাম পরিবর্তন করে চট্টগ্রাম পৌরসভা করা হয় এবং জনাব ফজল করিম  চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। ১৬ সেপ্টেম্বর ১৯৮২ খ্রি. তারিখে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করে ব্রিগেডিয়ার জনাব মফিজুর রহমান চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

পরবর্তীতে ৩১ জুলাই ১৯৯০ খ্রি. তারিখে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন নামের পরিবর্তন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন করা হয় এবং জনাব মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

তৎপরবর্তীতে ১৯৯১ সাল হতে ১৯৯৪ সালে অনুষ্ঠিত নির্বাচনের পূর্ব পর্যন্ত জনাব মীর মোহাম্মদ নাছির উদ্দিন মেয়রের দায়িত্বপালন করেন। ১৯৯৪ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জনাব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রথম নির্বাচিত মেয়র হিসেবে নির্বাচিত হয়ে টানা ১৭ বছর মেয়রের দায়িত্বপালন করেন।

পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ৪র্থ পরিষদে জনাব মোহাম্মদ মনজুর আলম এবং ৫ম পরিষদে জনাব আ.জ.ম. নাছির উদ্দীন মেয়র হিসেবে দায়িত্বপালন করেন। সর্বশেষ বিগত ২৭ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী ৬ষ্ঠ পরিষদের মেয়র হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।

চসিক/সিসিসি/চম

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours