রাশিয়ার তেল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয় বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।
এ সংক্রান্ত ২০ পাতার একটি প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) জমা দিয়েছে ইআরএল কর্তৃপক্ষ।
রিফাইনারির কারিগরি টিম বলছে, বাংলাদেশের রিফাইনারিটি ৫০ বছরের পুরাতন। শুধু হালকা অপরিশোধিত তেল পরিশোধন করার জন্য রিফাইনারিটিকে ডিজাইন করা হয়েছিল। কিন্তু রাশিয়ার তেল অপেক্ষাকৃত ভারী হওয়ায় এটা রিফাইনারিতে পরিশোধন সম্ভব নয়।
এ কমিটির প্রধান ছিলেন ইআরএল’র মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমদ। সদস্য সচিব ছিলেন ব্যবস্থাপক (কোয়ালিটি কন্ট্রোল) সামিউল ইসলাম।
গত ১ সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসি তাদের বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধির মাধ্যমে তেলের নমুনা পাঠায় ইস্টার্ন রিফাইনারিতে। নমুনা হিসেবে পাঁচটি প্লাস্টিক জারে ৫০ লিটার অপরিশোধিত তেল পাঠায় রাশিয়া।
+ There are no comments
Add yours