বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন সফরত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট। গত ১৯ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি। এটি তার প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের দৃঢ় সম্পর্ক আছে- এ কথা জানিয়ে রেইজার আরও বলেন, বিশ্বব্যাংক সব সময় বাংলাদেশের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন এবং বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, বিশেষত করোনাকালীন বাজেট সহায়তা, কোভিড মোকাবিলা এবং কোভিড ভ্যাকসিন কেনায় অর্থায়নের জন্য ধন্যবাদ জানান।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের আরও ফলপ্রসূ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
কেবি২৪
+ There are no comments
Add yours