এস. এম. তারেক,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও -ঈদগড় সড়কে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের হাতে নৃশংস ভাবে খুন হওয়া জনপ্রিয় সংগীত শিল্পী জনি দে রাজ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার পিতা তপন দে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-২১। ধারা ৩০২/ ৩৪ দঃ বিঃ।
তারিখ-১০ অক্টোবর’২০খ্রি.। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবদুল হালিম থানায় মামলা রজুর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ কাজী মাহবুবুর রহমান জানান, মামলার কাগজপত্র এখনও তাদের হাতে এসে না পৌঁছলেও গত ১০ অক্টোবর শনিবার তাঁর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তভার ন্যস্ত করা হয়েছে গোয়েন্দা পুলিশের এস আই মোল্লাহ জুয়েল আহমদের উপর। উল্লেখ্য, জনপ্রিয় সংগীত শিল্পী ও ঈদগাহ ফরিদ আহমদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জনি দে রাজ ঈদগাঁও থেকে ইদগড়ের বাড়ী ফেরার পথে ঈদগাঁও ইদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে একদল সশস্ত্র ডাকাত সিএনজি থামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলাপাতাড়ি কোপালে গুরুতর আহত হয়। মূমুর্ষূ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। এ ঘটনায় অদ্যবধি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
+ There are no comments
Add yours