প্রশ্ন ফাঁ‌সের অ‌ভি‌যোগে কেন্দ্র স‌চিবসহ ৩ শিক্ষক আটক

Estimated read time 0 min read
Ad1

কু‌ড়িগ্রা‌মের ভুরুঙ্গামারীতে চলমান এসএস‌সি পরীক্ষার ইং‌রে‌জি প্রথম ও দ্বিতীয় প‌ত্রের প্রশ্ন ফাঁ‌সের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এ ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে কেন্দ্র স‌চিব ও দুই সহকারী শিক্ষক‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা পরীক্ষা নিয়ন্ত্রণ ক‌মি‌টি তা‌দের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুরুঙ্গামারী সা‌র্কেলের সহকারী পু‌লিশ সুপার মোর‌শেদুল হাসান। তিনি ব‌লেন, আটক তিন শিক্ষ‌কের বিরু‌দ্ধে প্রশ্ন ফাঁ‌সের অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। মামলা হ‌লে তদন্ত ক‌রে পু‌রো‌ বিষয়‌টি উদঘাটন করা হ‌বে।

প্রশ্ন ফাঁ‌সের খব‌রে ঘটনার রহস্য উদঘাট‌নে দিনাজপুর শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, স‌চিব প্রফেসর মো. জ‌হির উ‌দ্দিন, কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল ক‌রিম, পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা শিক্ষা অ‌ফিসার শামসুল আলমসহ সং‌শ্লিষ্টরা ভুরুঙ্গামারী যান।

জানা যায়, ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে নেহাল উ‌দ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র স‌চিব লুৎফর রহমান, একই বিদ্যাল‌য়ের ইং‌রে‌জি বিষ‌য়ের সহকারী শিক্ষক রা‌সেল এবং ইসলাম শিক্ষা বিষ‌য়ের সহকারী শিক্ষক জোবা‌য়ের‌কে মঙ্গলবার সন্ধ্যায় আটক ক‌রে থানায় নেওয়া হয়। রাত পৌ‌নে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সং‌শ্লিষ্ট কর্মকর্তারা তা‌দের জিজ্ঞাসাবাদ কর‌ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।

সরকা‌রের স্থানীয় একজন দা‌য়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রশ্নের হিসাবে কোনো গরমিল পাওয়া যায়‌নি। ফ‌লে এটা নি‌শ্চিত, মূল প্রশ্ন না পা‌ঠি‌য়ে ছ‌বি তু‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। যে‌হেতু পরীক্ষা শুরুর অ‌নেক আ‌গেই প্রশ্নের অনু‌লি‌পি পাওয়া গে‌ছে সুতরাং এ কা‌জে কেন্দ্র স‌চিব, পরীক্ষা প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সহকারী শিক্ষক এমন‌কি শিক্ষা বিভা‌গের স্থানীয় কর্মকর্তারাও জ‌ড়িত থাক‌তে পা‌রেন। বিষয়‌টি অ‌ধিকতর তদন্ত কর‌লে রহস্য বের হ‌য়ে আস‌বে।

ভুরুঙ্গামারী উপ‌জেলার স্থানীয় সংবা‌দকর্মীরা জানান, থানায় কেন্দ্র স‌চিব ও দুই সহকারী শিক্ষক‌কে জিজ্ঞাসাবাদ শে‌ষে শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান, স‌চিব ও জেলা শিক্ষা অ‌ফিসার উপ‌জেলা প‌রিষ‌দে যান।

এ সময় তারা থানার সাম‌নে অ‌পেক্ষমাণ সাংবা‌দিক‌দের সঙ্গে কোনো কথা ব‌লেন‌নি। ত‌বে কেন্দ্র স‌চিব ও দুই সহকারী শিক্ষক তখনও থানার ভেত‌রে ছি‌লেন। প‌রে রাত সা‌ড়ে ১২টার দি‌কে শিক্ষাবোর্ড চেয়ারম্যান, স‌চিব ও জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌জেলা প‌রিষদ ত্যাগ ক‌রেন।

এ সময় অ‌পেক্ষমাণ সাংবা‌দিকরা তা‌দের প্রশ্ন কর‌লে তারা কোনো মন্তব্য না ক‌রেই ঘটনাস্থল ত্যাগ ক‌রেন। প‌রে ভুরুঙ্গামারী থানা পু‌লি‌শের পক্ষ থে‌কে জানা‌নো হয়, প্রশ্ন ফাঁ‌সে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে আটক শিক্ষক‌দের বিরু‌দ্ধে মামলা হ‌চ্ছে।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours