ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর বৃহস্পতিবার , বাছাই ১০ অক্টোবর সোমবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর সোমবার, প্রতিক বরাদ্দ, ১৮ অক্টোবর মঙ্গলবার, ভোটগ্রহণ ২ নভেম্বর বুধবার।
উল্লেখ্য, ফটিকছড়ি পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৩০ অক্টোবর। এতে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন। এদিকে, তফসিল ঘোষণার পর থেকে মেয়র – কাউন্সিলর পদে শেষমেষ কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।
তবে মেয়র পদে সব চাইতে বেশী আলোচনায় রয়েছে বর্তমান মেয়র ইসমাইল।তার বিপরীতে ৪ জনের নাম শুনাযাচ্ছ। এক জন হচ্ছে ধূরুং ইউপির ২বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মিনহাজুল ইসলাম জসিম, মুহাম্মদ এমরান হোসেন, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী ।
+ There are no comments
Add yours