এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও ঈদগড় সড়কের পানেরছড়া ঢালায় গত ৮ অক্টোবর সংঘটিত ডাকাতির ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ কালু ১০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জনপ্রিয় সংগীত শিল্পী জনিসহ এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুই জনে।
উল্লেখ্য, ঘটনার দিন সকাল সাড়ে ৮ টায় ঈদগাঁও ইদগড় সড়কের পানেরছড়া নামক ঢালায় উল্লেখিতদের বহনকারী সিএনজিকে মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত থামতে বাধ্য করে এবং ডাকাতদলের এলাপাতাড়ি চাইনিজ কুড়ালের কোপে সংগীত শিল্পী জনি ওইদিনই ঈদগাঁওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং সিএনজিতে থাকা অপর যাত্রী মোহাম্মদ কালু গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ৩ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পড়ার পর ১০ অক্টোবর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রয়াত কালুর বাড়ী ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে। অবশ্য কিছুদিন ধরে তিনি রামু উপজেলার ইদগড়ে বসবাস করে আসছিলেন।
So sad ,, সেকি অপরাধীদের চিনতে পেরে ছিল অথবা ওনিকি মৃত্যুর পূর্বে কিছু বলে গিয়েছেন?