ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা এলাকারবাসিন্দা ধর্ষক আসিফ ইকবালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার উলিপুর-চিলমারী সড়কের পাঁচপীর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন নির্যাতনের শিকার মেয়ের বিচারপ্রার্থী বাবা আব্দুল হামিদ, মা মমিনা বেগম, ব্যবসায়ী আবু তৈয়ব, আব্দুর রব, ফারুক আহমেদ প্রমুখ।
গত ৫ অক্টোবর ধর্ষক আসিফ ইকবাল তার এইচএসসি পড়ুয়া সহপাঠিকে বিয়ের প্রলোভন দেখিয়ে উলিপুরে আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে
এলাকাবাসী পুলিশে খবর দিলে ধর্ষক ও ধর্ষিতাকে উলিপুর থানায় নিয়ে যায়। ৬ অক্টোবর ধর্ষক আসিফ ইকবালের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। সেদিনেই মেয়েটিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক আসিফ ইকবাল উলিপুর
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা এলাকার সাইফুল ইসলামের পূত্র। মানববন্ধনে বক্তারা ধর্ষক আসিফ ইকবালের ফাঁসির দাবি করেন।
+ There are no comments
Add yours