সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হওয়ার তথ্যটি গুঁজব।
মূলত, দ্যা স্ট্যাটিস্টিক নামের অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের সূত্রে এই তথ্যটি ২০১৮ সাল থেকেই ফেসবুকে প্রচার হয়ে আসছে। দাবি করা হচ্ছে জাতিসংঘে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালে বিষয়টি খবর বাংলার নজরে আসে। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য বিভ্রান্তিকর বলে জানা গেছে।
এই জাতীয় কোনো জরিপ প্রকাশিত হয়নি এবং দ্যা স্ট্যাটিস্টিক ইন্টারন্যাশনাল নামে ও কোনো প্রতিষ্ঠান নেই।
মূলত, দ্যা স্ট্যাটিস্টিক ইন্টারন্যাশনাল নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে সূত্র ধরে সর্বপ্রথম ২০১৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে ফেসবুকে প্রচার করা হয়।
সেসময় মন্ত্রিপরিষদ থেকেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হলে এটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমেও প্রচার করা হয়। কিন্তু অনুসন্ধানে দ্যা স্ট্যাটিস্টিক ইন্টারন্যাশনাল নামের কোনো গবেষণা প্রতিষ্ঠানের অস্তিত্বই পাওয়া যায়নি।
অপরদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিশ্বের সেরা দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জাতিসংঘের নাম উল্লেখ করা হচ্ছে। কিন্তু জাতিসংঘের ওয়েবসাইটে এ জাতীয় কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ২০১৮ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে মন্ত্রীসভার এক বৈঠক শেষে মন্ত্রী পরিষদ মো: শফিউল আলম এক সংবাদ সম্মেলনে জানান, সিঙ্গাপুর-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্ট্যাটিস্টিক ইন্টারন্যাশনাল’ এর জরিপে শেখ হাসিনা দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
কিন্তু ‘দ্য স্ট্যাটিস্টিক ইন্টারন্যাশনাল’ নামের কোন সংস্থার অস্তিত্ব ইন্টারনেটে গুগল সার্চের মাধ্যমে আসেনি। শুধু প্রতিষ্ঠানের নাম নয়, এ সংক্রান্ত নানা ইংরেজি শব্দ এবং বাক্য দিয়ে গুগলে সার্চ দেবার পরও কোন ফলাফল আসেনি।
সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলে এ নিয়ে দ্বিতীয়বার দেশে গুঁজবটি আবারও ছড়িয়ে পরে। তবে সম্প্রতি উইকিপিডায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
+ There are no comments
Add yours