চাঁদাবাজির বিরোধীতা করায় ছাত্রলীগ কর্মীকে খুন, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

Estimated read time 1 min read
Ad1

আধিপত্যের লড়াই ও রাজনৈতিক দ্বন্দ্বে খুন হওয়া ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের লাশ নিয়ে পরিবার, স্বজন ও এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন করেছে।

মানববন্ধন শেষে রূপগঞ্জের গাউসিয়ায় নিহতের লাশ নিয়ে মিছিল করে গোলাকান্দাইল ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইলের গাউসিয়া এলাকায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে সন্ত্রাসীদের হামলায় নিহত রাকিবের পরিবার বলেন, দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একটি হাট-বাজারের মধ্যে প্রকাশ্যে রাকিবকে কুপিয়ে হত্যা করেছে শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন ও তার লালিত সন্ত্রাসী বাহিনী।

রাকিবের অপরাধ কি ছিল? মাদক ব্যবসা ও পরিবহনে চাঁদাবাজীতে সে বিরোধীতা করে সোচ্চার ভূমিকা রেখেছিল। এই অপরাধে তাকে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওই ঘটনায় নিহত রাকিবের বোন আঁখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

প্রসঙ্গত, গত বুধবার গোলাকান্দাইল হাট-বাজারের কাঠপট্টিতে রাত আনুমানিক ৯টার দিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা রাকিবের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে রাকিব গুরুতর জখম হয়। অস্ত্রের আঘাতে তার বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক পর্যায়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখে চলে যায় তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours