শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে আমাদের সবচেয়ে বড় অর্জন ‘পদ্মা সেতু’।
‘পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃঢ় পদক্ষেপ আমাদের গর্বিত করেছে। তাই মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা পদ্মা সেতুর অর্জনে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা লিখবে। শুভেচ্ছা বার্তাটি ১০০ শব্দের মধ্যে হতে হবে।
সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি/বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতু নির্মাণে ও বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের চিত্র ফুটে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের লেখা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রত্যেক শ্রেণি থেকে বাছাইকৃত সেরা লেখা (প্রতি শ্রেণির একটি লেখা) [email protected] ইমেইলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাবেন।
+ There are no comments
Add yours