
মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লোটে প্যালেস হোটেলে বৈঠকটি হয় বলে এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।
টুইটে মোমেন-সিসন বৈঠকে আলোচনার বিষয়ে বলা হয়, তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের আগামী বছর অনুষ্ঠেয় পানি সম্মেলন নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোল টেবিলে আলোচনায় যোগ দেন।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে এবং তাজিকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সিরোজোদ্দীন মুহিরউদ্দীন এতে উপস্থিত ছিলেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours