
আমির হোসেন, ঝালকাঠিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন’র আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস, সাধারণ সম্পাদক তপন দাসসহ উপজেলার ২১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
সভায় বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সকলকে সচেতন থাকার জন্য ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার নির্ধারিত বিধি নিষেধ মেনে দুর্গা পূজা উদযাপন করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উল্লেখ্য ২২ শে অক্টোবর মহা ষষ্ঠী শুরু হয়ে ২৬ শে অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শারদীয় উৎসব শেষ হবে।
+ There are no comments
Add yours