
আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটিতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মিজান (৩২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে নলছিটি পৌরসভার মাটিভাঙ্গা আবাসনের বাসিন্দা কাদের জোমাদ্দার’র ছেলে মিজান মঙ্গর বার দুপুরের দিকে গাছের ডাল কাটতে গাছে উঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা গাছে ঝুলে থাকা মিজানকে উদ্ধার করে নামিয়ে আনে। প্রত্যাক্ষদর্শিরা জানান গাছ থেকে মৃত অবস্থায়ই উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুতপৃষ্ঠ মিজানকে মৃত ঘোষনা করেন।
+ There are no comments
Add yours