
আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মোঃ আজম (২২) ও পরোয়ানাভুক্ত মোঃ রুবেল নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, উপজেলার পশ্চিশ শাকপুরা (আবদুর রশিদ স্কুল সংলগ্ন) হাজী নুরুল আলমের ছেলে মোঃ আজম (২২) ও পূর্ব চরনদ্বীপ এলাকার মৃত খায়ের আহমদের ছেলে মোঃ রুবেল।
অভিযান পরিচালনাকারী থানার এসআই আবদুল কদ্দুছ বলেন, সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শাকপুরা আবদুল রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে আটক করে তাদের হেফাযত থাকা ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে এসআই মোঃ ওমর ফারুক সংগীয় ফোর্সে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন মামলার পরোয়ানাভুক্ত আসামীকে পূর্ব চরনদ্বীপ নিজ বসত ঘর হতে আটক করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরোয়ানাভুক্ত আসামীসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours