
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে কষ্টি পাথরের ‘শিব লিঙ্গ’ সহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এই শিব লিঙ্গ উদ্ধার করা হয়।
আটক মাহবুল আলম (২৫) বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালীর পশ্চিম শাকপুরা গ্রামে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাহবুল আলমকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের পুরাকীর্তি ‘শিব লিঙ্গ’ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি এবং উদ্ধারকৃত আলামত বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours