কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক বজ্রপাতে শহিদুল ইসলাম(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সে উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে জহুর উদ্দিনের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার (২৭) সেপ্টেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম কানিপাড়া গ্রামে চিলমারী-কুড়িগ্রাম সড়কের পার্শ্ববর্তী জমিতে কাজ করছিলেন শহিদুল। আর তার জমিতে অন্য এক ব্যক্তি চাষ করছিলেন। পাশের জমিতে তার দু’টি ছাগল ঘাস খাচ্ছিল।
এ সময় হঠাৎ বৃষ্টি ও বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। ভয়ে চাষী গরু রেখে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেও শহিদুল ইসলাম জমিতেই ঘাস বাছাই করছিলো। হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি জমিতে লুটিয়ে পড়েন।
জমিতে থাকা গরু দু’টির একটি দৌড়ে গেলেও একটি গরু সহ দু’টি ছাগলের সেখানেই মৃত্যু হয়।
পরে শহিদুল ইসলামের শ্যালক বাদশা মিয়া তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
+ There are no comments
Add yours