জামালপুর সদরে পৌর এলাকার পশ্চিম পলীশা, কুচগড় ও বেলটিয়া পৃথক তিন জায়গায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ও পুলিশ অভিযান চালিয়ে ১২ টি ট্রান্সফর্মার, তার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করেন।
যার আনুমানিক বাজার দর ১০ লক্ষ টাকা প্রায়। জানা গেছে দীর্ঘদিন যাবত পল্লীবিদ্যুৎ এরিয়াধীন বিভিন্ন স্থানে ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে আসছিল।
২৬ সেপ্টেম্বর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম দেলোয়ার হোসেন ( প্রশাসন), জুনিয়র ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন এবং সদর থানার এসআই জিকরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার পশ্চিম পলিশা শাহিনের শ্বশুরবাড়ি থেকে ৪ টি,কুচগড় কাদেরের পুকুর থেকে ৭ টি এবং বেলটিয়া যুব উন্নয়ন এর অফিসের সামনে থেকে ১ টি ট্রান্সফর্মার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্রান্সফর্মার গুলো জামালপুর সদর থানায় জব্দ রয়েছে। কিন্তু অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। জামালপুর পল্লী বিদ্যুৎ ঠিকাদার কমিটি সমিতি কমিটির মজিবুর রহমান বলেন, উদ্ধারকৃত ট্রান্সফর্মার ঠিকাদারদের গোডাউনে সংরক্ষণ থাকতেই পারে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের এজিএম দেলোয়ার হোসেন (প্রশাসন) এর সাথে কথা হলে, এই প্রতিবেদককে জানান জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে থানায় আইগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
+ There are no comments
Add yours