বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিগান

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ

ভারত সফর শেষে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান ঢাকায় পৌঁছেছেন। বুধবার বিকাল ৫টার দিকে দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। ১৪ থেকে ১৬ অক্টোবর ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর।

 

এই সফরে বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ওপপর জোর দেবেন বলে গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে।

এ বিষয়ে সোমবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন গণমাধ্যমে বলেছিলেন, ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি নিয়ে যুক্তরাষ্ট্রের বেশি আগ্রহ থাকলেও বাংলাদেশ চায় অর্থনীতি, বিনিয়োগসহ অন্যান্য খাতের ওপর জোর দিতে।

তিনি সাংবাদিকের প্রশ্নে বলেন, তারা ইন্দো-প্যাসিফিক ইস্যু তুলবে। আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাই এর কার্যকারিতা বাড়ানোর জন্য তাদের কিছু অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসতে হবে। তাদের টাকা খরচ করতে হবে, শুধু মুখে বললেই হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন স্টিফেন বিগান।

একইসঙ্গে কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে সফরে আলোচনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ১২ অক্টোবর নয়াদিল্লি থেকে সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া সফর শুরু করেছেন বিগান

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours