প্রতিষ্ঠার ৫১ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ স্লোগানের ধারক-বাহক এই বাহিনী।
মহান মুক্তিযুদ্ধ চলাকালে ধার নেয়া বিমানের মাধ্যমে এই দিনে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। সে কারণে প্রতিবছর এই দিনটি ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালিত হয়।
৫১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিমান বাহিনী ঢাকার আকাশে মিগ-২৯, এফ-৭ সিরিজ যুদ্ধ বিমান, সি-১৩০ পরিবহন বিমান, এমআই সিরিজ ও বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে মনোমুগ্ধকর ফ্লাইপাস্টের আয়োজন করে।
এদিকে, কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদানকে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কিলো ফ্লাইটের অধিনায়ক ও সাবেক বিমানবাহিনী প্রধান (অব.) এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের বাসায় গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া বিমানবাহিনীর ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ব্যানএয়ার কন্টিনজেন্টসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।
১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তারা ডেপুটি চীফ অব স্টাফ ও সেন্টার কমান্ডারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
কেবি২৪/অক
+ There are no comments
Add yours