বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।
বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে ‘বাঙালির স্বপ্ন পূরণের বাতিঘর’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান তিনি।
এ সময় তার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সেমিনারের সভাপতিসহ অন্য আলোচকরা। সেমিনারে সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।
এর আগে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালনের অনুষ্ঠান শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপক নাসরিন আখতার বলেন, বাংলাদেশে প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩০ তারিখকে কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তিনি এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তার জন্মদিনের দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর দিনটিকেই জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা যৌক্তিক। তাই এ সেমিনারের মাধ্যমে আমি ২৮ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের মুক্তি আসত না। কারণ স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তার হত্যার মাধ্যমে ঘাতকরা এই দেশ হতে বঙ্গবন্ধুর আদর্শকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় প্রধানমন্ত্রী তখন দেশের বাহিরে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীতে তিনি দেশে ফিরে দেশের জনগণের হাল ধরেন। তার হাত ধরেই বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে। তাই বাংলাদেশের মুক্তির অপর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
+ There are no comments
Add yours