হোয়াটসঅ্যাপে ভিডিও বা অডিও কল করার পদ্ধতি বদলে দিতে যাচ্ছে মেটা। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ‘কল লিংক’ ফিচার আনতে যাচ্ছে তারা।
‘গুগল মিট’-এ যেভাবে কল করার জন্য লিংক তৈরি করা যায়, এরপর থেকে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তা করা যাবে।
একইসাথে, ‘ডু নট ডিস্টার্ব’ এবং ‘মিসড কল অ্যালার্টের’ মতো ফিচারও চালু করতে পারে হোয়াটসঅ্যাপ। অবশ্য নতুন এই ফিচারগুলো সব ডিভাইসে মিলবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
নতুন এসব ফিচার চালু হতে পারে আগামী সপ্তাহেই। এরপর অডিও বা ভিডিও কলের জন্য লিংক তৈরি করা যাবে। সেই লিংক শেয়ার করা যাবে অন্যান্য মাধ্যমেও, যেখানে ক্লিক করে সংশ্লিষ্ট ব্যক্তি কলে যোগ দিতে পারবেন।
এছাড়া, নতুন পদ্ধতিতে গ্রুপ কলে এবার থেকে ৩২ জন পর্যন্ত যোগ দিতে পারবেন। গ্রুপ কলের সময় নির্দিষ্ট সদস্যদের মাইক্রোফোন দূর থেকে মিউট করা যাবে।
ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের কল ট্যাবে এই কল লিংক অপশন যুক্ত হতে পারে। গ্রুপ কলে যুক্ত থাকা অবস্থায়ও নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানো যাবে।
+ There are no comments
Add yours