শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখাবে ছাত্রলীগ

Estimated read time 1 min read
Ad1

তরুণ প্রজন্মকে আরও দক্ষ ও কর্মমুখী করতে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্সের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে৷

এ কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশ শিক্ষার্থীকে আইটিবিষয়ক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সহযোগিতা করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

এ সময় ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্স বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের সদস্যপদ নেওয়ার মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে সেতুবন্ধন রচনা করেছিলেন। ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাঙালি জাতিকে তিনি স্যাটেলাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন৷

তিনি আরও বলেন, সরকার রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের সম্মান এবং মর্যাদা দিয়েছে। আমাদের রেমিট্যান্সের অন্যতম একটি উৎস হয়ে উঠছে ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ দেশে বসেই বৈদেশিক অর্থ আয়ের সুযোগ পাচ্ছে৷ আর এ কাজের জন্য ছাত্রলীগের সব নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours