অবশেষে ভারত অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তিলাভ

Estimated read time 1 min read
Ad1

এস.এম.সালাহউদ্দিন, বিশেষ প্রতিনিধি

অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার এক বছরেরও বেশি সময় আটকে রাখার পর ভারতীয় কর্তৃপক্ষ অবশেষে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মুক্তি দিয়েছে।

নরেন্দ্র মোদির সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে কয়েক হাজার রাজনীতিবিদ ও নেতা-কর্মীর সাথে মেহবুবা মুফতিকেও আটক করে।

এ পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা হারায়। জম্মু ও কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করে লাদাখ এবং জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়।

এক আদেশে বলা হয়, ৬১ বছর বয়সী মুফতিকে মঙ্গলবার গভীর রাতে মুক্তি দেয়া হয়েছে। মানে তাকে বিতর্কিত আইনের আওতায় গৃহবন্দী করা হয়েছিল। প্রায় ১৪ মাসের বেশি সময় বিনা অভিযোগে আটক রাখা হয়।

টুইটারে পোস্ট দেয়া এক অডিও বার্তায় মেহবুবা মুফতি ২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকারের পদক্ষেপকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করেন।

মুফতি বলেন, আমাদের মধ্যে কেউই সেদিনের রাজনৈতিক বর্বরতা ও অপমানকে ভুলতে পারি না। দিল্লি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিকভাবে যা ছিনিয়ে নিয়েছিল তা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এখন পুনরায় একযোগে কাজ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours